SAIYAAN RE LYRICS (সাঁইয়া রে) - BACCHA SHOSHUR (2019) | ISHAN MITRA
SAIYAAN RE LYRICS FROM BACCHA SHOSHUR - Saiyaan Re is a Sad Romantic Bengali song from the soundtrack to the 2019 Indian film BACCHA SHOSHUR.Tuned & Composed by PAVEL with also the lyrics by PAVEL, the song is sung by ISHAN MITRA.The music video features actors Jeet, Koushani and directed by Pavel.
SONG CREDITS :
■ Song: Saiyaan Re
■ Singer: Ishan Mitra
■ Lyric : Pavel
■ Music: AMIT - ISHAN
■ Label: Grassroot Entertainment
■ Release Date : Jan 29, 2019
SONG CREDITS :
■ Song: Saiyaan Re
■ Singer: Ishan Mitra
■ Lyric : Pavel
■ Music: AMIT - ISHAN
■ Label: Grassroot Entertainment
■ Release Date : Jan 29, 2019
SAIYAAN RE FULL SONG FROM BACCHA SHOSHUR
SAIYAAN RE LYRICS IN BANGLA
সাঁইয়া রে, সাঁইয়া রে,
কি করে বোঝাই তারে।
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে।
আমার দেওয়া সব ক্ষততে,
মরহম দেওয়ার সাধ্য তো নাই।
বিতে যাওয়া পল গুলো কে,
ভুলিয়ে দেওয়ার তাকত তো নাই।
কসরত আছে,
কসরত আছে যেন পাই তারে,
মাঝে নদী - দুইজন দুই পাড়ে।
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে।
কী যে করি,কারে বলি,
কেমনে আমি এ পথ চলি,
কিছুই বুঝিনা রে মন,
কিছুই বুঝিনা।
বান্দেগি আমার তোকে নিয়ে,
ওয়াক্ত নিল সব ছিনিয়ে,
কেমনি পাহেলি রে মন,
কেমনি পাহেলি।
আমার ফেরার খোয়াইশ আছে,
আর্জি নেই কি তোর?
রাতের পরে রাতি কেন
আসবে না কি ভোর?
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে,
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে।
][ সমাপ্ত ][
কি করে বোঝাই তারে।
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে।
আমার দেওয়া সব ক্ষততে,
মরহম দেওয়ার সাধ্য তো নাই।
বিতে যাওয়া পল গুলো কে,
ভুলিয়ে দেওয়ার তাকত তো নাই।
কসরত আছে,
কসরত আছে যেন পাই তারে,
মাঝে নদী - দুইজন দুই পাড়ে।
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে।
কী যে করি,কারে বলি,
কেমনে আমি এ পথ চলি,
কিছুই বুঝিনা রে মন,
কিছুই বুঝিনা।
বান্দেগি আমার তোকে নিয়ে,
ওয়াক্ত নিল সব ছিনিয়ে,
কেমনি পাহেলি রে মন,
কেমনি পাহেলি।
আমার ফেরার খোয়াইশ আছে,
আর্জি নেই কি তোর?
রাতের পরে রাতি কেন
আসবে না কি ভোর?
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে,
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝাই তারে।
][ সমাপ্ত ][
বাচ্চা শ্বশুর (২০১৯ সালের চলচ্চিত্র) -
বাচ্চা শ্বশুর ২০১৯ সালের মুক্তিপ্রতিক্ষিত ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রসগোল্লা খ্যাত নির্মাতা পাভেল এবং প্রযোজনা করেছে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট, জিতস ফিল্মওয়ার্কস এবং সুরিন্দর ফিল্মস। মনে করা হচ্ছে শাহরুখ খানের ‘জিরো’ ছবি থেকে অনুপ্রাণিত হয়েছে ‘বাচ্চা শ্বশুর’। ‘জিরো’তে বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করবেন চিরঞ্জিত। জিৎ এর শ্বশুরের চরিত্রে রয়েছেন চিরঞ্জিত। এছাড়াও এ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়।