ISH DEBASHISH LYRICS (ইস দেবাশিস) - ANUPAM ROY | BENGALI SONG 2019
ISH DEBASHISH LYRICS BY ANUPAM ROY - Ish Debashish is a romantic Bengali song which is Tuned and Composed by Anupam Roy with also the lyrics by Anupam Roy, the song is sung by Anupam Roy.The music video features actors Anupam Roy and Joey Debroy and directed by Neelabjo Chatterjee.This song is released under the banner of SVF Music.
SONG CREDITS:
■ Song: Ish Debashish
■ Singer: Anupam Roy
■ Lyric : Anupam Roy
■ Music: Anupam Roy
■ Label: SVF Music
■ Release Date : Jan 25, 2019
SONG CREDITS:
■ Song: Ish Debashish
■ Singer: Anupam Roy
■ Lyric : Anupam Roy
■ Music: Anupam Roy
■ Label: SVF Music
■ Release Date : Jan 25, 2019
ISH DEBASHISH FULL SONG
ISH DEBASHISH LYRICS
ইস দেবাশিস,
তুমি বড় হয়ে গেছো দেবাশীষ।
ইশ দেবাশীষ,
চেনা ঠিকানার নেই হদিশ।
ইশ দেবাশিস,
বয়ে গেলো শুধু বছরের ঢেউ।
ভালোবাসো যাকে,
আজ তার পাশে অন্য কেউ।
একে একে সব চলে যায়,
স্কুল পাড়া কলেজ অফিস।
সিলেবাস শেষ হয়ে যায় ,
জীবন দিয়ে যায় না নোটিশ।
দেবাশিষ তুমি তাঁরাদের পাহারা দাও,
রোজ রাতে নেশা তূর চোখে ফিরতে চাও।
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে,
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে।
ইস দেবাশিস,
ছেড়া বোতামের ক্ষত ভোলা যায়।
লেগে থাকে সুতো ,
তোমার হৃদয়ের এক কোনায়।
ইস দেবাশিস,
ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ,
শুকিয়েছে জল,
ছটফট করে মরে গেছে মাছ।
কেউ বলে দিলো না তোমায়,
কি হারালে কি কি পাওয়া যায়,
একদিন ফুরিয়ে গেলে,
দেরি হয়ে গেলো দোটানা হায়।
দেবাশিষ তুমি তাঁরাদের পাহারা দাও,
রোজ রাতে নেশা তূর চোখে ফিরতে চাও।
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে,
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে।
ইস দেবাশিস!
ইস দেবাশিস!
ইস দেবাশিস!
ইস দেবাশিস!
][ সমাপ্ত ][
তুমি বড় হয়ে গেছো দেবাশীষ।
ইশ দেবাশীষ,
চেনা ঠিকানার নেই হদিশ।
ইশ দেবাশিস,
বয়ে গেলো শুধু বছরের ঢেউ।
ভালোবাসো যাকে,
আজ তার পাশে অন্য কেউ।
একে একে সব চলে যায়,
স্কুল পাড়া কলেজ অফিস।
সিলেবাস শেষ হয়ে যায় ,
জীবন দিয়ে যায় না নোটিশ।
দেবাশিষ তুমি তাঁরাদের পাহারা দাও,
রোজ রাতে নেশা তূর চোখে ফিরতে চাও।
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে,
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে।
ইস দেবাশিস,
ছেড়া বোতামের ক্ষত ভোলা যায়।
লেগে থাকে সুতো ,
তোমার হৃদয়ের এক কোনায়।
ইস দেবাশিস,
ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ,
শুকিয়েছে জল,
ছটফট করে মরে গেছে মাছ।
কেউ বলে দিলো না তোমায়,
কি হারালে কি কি পাওয়া যায়,
একদিন ফুরিয়ে গেলে,
দেরি হয়ে গেলো দোটানা হায়।
দেবাশিষ তুমি তাঁরাদের পাহারা দাও,
রোজ রাতে নেশা তূর চোখে ফিরতে চাও।
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে,
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে।
ইস দেবাশিস!
ইস দেবাশিস!
ইস দেবাশিস!
ইস দেবাশিস!
][ সমাপ্ত ][
অনুপম রায়ের এই গানটি সম্পর্কে বক্তব্যঃ
দেবাশীষ আপনার আমার মতো মাঝ বয়সী একজন মানুষ, যার আর কিচ্ছু ভালো লাগে না। তার সব সেরা স্মৃতি গুলো আটকে রয়েছে তার কলেজ জীবনে বা স্কুলের জীবনে। নস্টালজিক হয়ে পড়ে মাঝে মাঝেই এবং সেখানেই তার সেরা জিনিস গুলো যেন সেরা সময় টুকু সে যেন কাটিয়েছে। এখন নতুন গান, সিনেমা, খাওয়ার, ভালোবাসা কিচ্ছু ভালো লাগে না তার। তার জীবনে বড্ডো একঘেয়ামী চাকরি করতেও ভালো লাগে না এবং সময় সুযোগ পেলেই সে তার নিজের জগতে চলে যায় যেটা তার ফেলে আশা সময় এবং নস্টালজিয়ায় মোড়া সেই ছোট্ট শহরে ফিরে যায় বারবার। যে সব মানুষ মনে করে তাদের সময় টা, তাদের প্রাইম টা পড়েছিলো কলেজে এবং তারপর তারা মরে গেছে এবং একটা জীবিত লাশ যেন হেঁটে চলে বেড়াচ্ছে তারাই দেবাশীষ। এবং মোরে যাওয়া মানুষ গুলো আপাতদৃষ্টিতে যারা বেঁচে আছে কিন্তু ভেতরে ভেতরে যারা মরে গিয়েছে তারাই দেবাশীষ।
কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box