MON KHARAP E BRISTI (মন খারাপ এ বৃষ্টি) LYRICS - GIRLFRIEND | BENGALI SONG 2018


MON KHARAP E BRISTI LYRICS FROM GIRLFRIEND (2018) :

mon-kharap-e-bristi-lyrics,girlfriend-bengali-movie-song-lyrics,mon-kharap-e-bristi-lyrics-in-bangla
মন খারাপ এ বৃষ্টি লিরিক্স
MON KHARAP LYRICS FROM GIRLFRIEND FEATURING BONNY SENGUPTA & KOUSHANI MUKHERJEE :Presenting ' Mon Kharap E Bristi ' Bengali Song Lyrics from the movie ' Girlfriend ' featuring Bonny Sengupta, Koushani Mukherjee in the lead role & Produced By Surinder Films Pvt. Ltd.This song is sung By Soham Naik & Lyrics was planned By Raja Chanda.





SONG CREDITS :

■ Track Name : Mon Kharap E Bristi
■ Singer : Soham Naik
■ Lyrics : Raja Chanda
■ Composition : Jeet Gannguli
■ Movie : Girlfriend (2018)
■ Label : Surinder Films Pvt. Ltd.
■ Release Date :


MON KHARAP E BRISTI OFFICIAL MUSIC VIDEO


MON KHARAP E BRISTI LYRICS IN BANGLA 

মন খারাপ এ বৃষ্টি,
চোখ কেন ভিজতে চায়?
কাচ ভাঙা এ আয়নায়,
তোর ছবি পাল্টে যায়।
তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়। - [ ২ বার ]

চেনা চেনা হাসি মুখে,
অগোছালো স্বপ্ন বুকে,
আয় না ছুটে আমার গল্পটায়।

এলোমেলো দুপুর গুলো,
আদর মাখা সোহাগ ছিলো,
আয় না ফিরে আমার কল্পনায়।

তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।

নিষ:কালো এ রাত্রি
চাঁদ চুরি করতে চাই !
ঘুম ভাঙা এ সকাল,
রোদ ছুঁয়ে দেখতে চায়।

তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।

পথ ভোলা এ রাস্তা,
তোর বাড়ি ফিরতে চায়।
পালছেঁড়া এ নৌকো,
তোর খোঁজে দিক হারায়।

তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।

মনে মনে স্মৃতিটাকে,
আঁকড়ে ধরে বিধাতাকে,
চাইছি তোকে আমার সপ্নটায়। - [ ২ বার ]

তুই ফিরে আয় আমার কল্পনায়,
তুই ফিরে আয় আমার কল্পনায়।
][ সমাপ্ত ][
 

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.