OPEKKHA DWITIYO PORBO ( অপেক্ষা : দ্বিতীয় পর্ব ) LYRICS - VIKINGS I BENGALI SONG 2018
OPEKKHA DWITIYO PORBO BY VIKINGS FULL MP3 SONG LYRICS IN BANGLA :
![]() |
| অপেক্ষা ২ লিরিক্স |
SONG CREDITS :
■ Song Name :Opekkha Dwitiyo Porbo
■ Singer : Vikings
■ Music : Vikings
■ Lyrics : Vikings
■ Tune : Vikings
■ Label : Vikings
■ Release Date : Jun 7, 2018
OPEKKHA 2 BY VIKINGS LYRICS IN BANGLA
OPEKKHA 2 BY VIKINGS OFFICIAL MUSIC VIDEO
OPEKKHA 2 BY VIKINGS LYRICS IN BANGLA
ছেঁড়া
মেঘ -
ছেঁড়া
পাল,
ছেঁড়া
স্বপ্নতে,
মিছেমিছি
বোনা জাল।
পোড়া
রোদ আজ পথহারা
ছেঁড়া
ঘুড়ির
বাঁকে।
একা
ঘর -
একা
মন,
একা
বালিশের ভিজে যাওয়া
কোণ।
অভিমানী
ওপাশ শূন্যতায়
ভাসে।
নিভু
আলোয় ক্ষীণ আশ,
জেগে
ওঠা কিছু দীর্ঘশ্বাস।
ছুঁয়ে
যাওয়া স্পর্শ নেভার পথে।
ফিকে
রঙ,ফিকে
স্বাদ,
ফিকে
জীবনের কিছু দীর্ঘ রাত।
ফিকে
হয় যত শব্দ
নিঃশব্দের
ভাঁজে।
ভাঙ্গে
ঢেউ,
ভাঙ্গে
পাড়,
ভেঙ্গে
ভেতরটা অন্ধকার,
অবিরত
সব চৌচির দৃষ্টির আড়ালে।
খোঁজে
ঠোঁট,
চেনা
মুখ,
খোঁজে
ঘামে ভেজা উষ্ণ সুখ,
খোঁজে
বোকা রাত,
সারারাত,
চেনা
হাত হারালে।
ভেজা
চোখ না ঘোলা কাঁচ?
ভেজা
স্মৃতি টেনে আনে
দূরের
আকাশ,
ভেজা
ঝাঁপটা নিঃসঙ্গ
ইটের
দেয়ালে।
ফাঁকা
পথ,
ফাঁকা
সব,
ফাঁকা
পাঁজরে সযতনে
ঢাকা
অনুভব,
ফাঁকা
উৎসব চারপাশ শুধু
চোখ
ফেরালে।
নোনা
জলে ঢাকা ,
শুধু
চেয়ে থাকা,
তার
চলে যাওয়া পথে।
পথ
মুছে গেছে,
একা
ফেলে রেখে,
জানি
আসবেনা আর ফিরে।
তবু
আমি জেগে
অপেক্ষাতে
অবিচল
যদি
ফিরে এসে বলে,
"সাথে
চল"
আজও
আমি জেগে,
অপেক্ষাতে
চোখে জল।
যদি
ফিরে এসে বলে,
"আমার
সাথে চল"
.
আজও
আমি জেগে
অপেক্ষাতে
চোখে জল
যদি
ফিরে আসে,
এসে
বলে!
আছি
অপেক্ষায়,
আছি
অপেক্ষায়,
আছি
অপেক্ষায়।
][
সমাপ্ত
][
Advertisement
OPEKKHA DWITIYO PORBO LYRICS
Chera Megh - Chera Paal,
Chera Shopnote,
Michumichi Bona Jaal !
Pora Rod Aj Poth-hara,
Chera Ghurir Bakey... !
Eka Ghor - EKa Mon,
Eka Balishe Vije Jaouya Kon... !
Obhimani Opash Shunnotay Vase...
Nivu Aloy Khin Ash,
Jege Otha Kichu DirghoShash...
Chuye Jaouya Sporsho Nevar Pothey..
Fikey Rong - Fikey Shad,
Fikey Jiboner Kichu Dirgho Raat,
Fikey Hoy Joto Shobdo,
NIsobder Vaje...
Vange Dheu, Vange Paar,
Venge Vtorta Ondhokar,
Obiroto SOb Chouchir DRistir Araaley..
Khoje Thot, Chena Mukh,
Khoje Ghame Veja Usno Shukh.. !
Khoje Boka Raat,
Sararat,
Chena Haat Harale..
Veja Chokh Na Ghola Kach?
Veja Smriti Tane Aney,
Durer Akash,
Veja Jhapta Nisongo
Iter Deyaley.. !
Faka Poth, Faka Sob,
Faka Pajore Sojotonem
Dhaka Onuvob,
Faka Onuvob,
Faka Utsob Charpash Shudhu,
Chokh Feraley.. !
Nona Joley Dhaka
Shudhu Cheye Thaka,
Taar chole jouyar pothe..
Poth Muchey Geche,
Eka Fele Rekhe,
Jani Asbe Na Ar Firey...
Tobu Ami Jegey
Opekkhate Obichol,
Jodi Firey Ese Bole " Sathey Chol " !
Ajo Ami Jege,
Opekkhate Chokhe Jol,
Jodi Firey Ese Bole
" Amar Sathe Chol "
Ajo Ami Jegey,
Opekkhate Chokhe Jol,
Jodi Firey Ase,
Ese Boley..
Achi Opekkhay,
Achi Opekkhay,
Achi Opekkhay !
][ THE END ][
ভাইকিংস ব্যান্ডের আরো কিছু গান :

কোন মন্তব্য নেই:
Please do not enter any spam link in the comment box