ODBHUTURE TUMI ( অদ্ভুতুড়ে তুমি ) LYRICS - AvoidRafa | BHAAR ( 2016 )
ODBHUTURE TUMI BY AVOIDRAFA FULL MP3 SONG LYRICS IN BANGLA :
অদ্ভুতুড়ে তুমি ( রাফা ) লিরিক্স |
ODBHUTURE TUMI LYRICS BY AVOIDRAFA : Presenting '' Odbhuture Tumi '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By AvoidRafa and Also Lyrics planned By Him.
SONG CREDITS :
Song Name : Odbhuture Tumi
Artist: Avoidrafa
Album: Bhaar
Released: 2016
Genre: Rock
[ ODBHUTURE TUMI FULL VIDEO SONG COVER ]
][ ODBHUTURE TUMI BY AVOIDRAFA FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
ধর যদি এমন হয়
বিরাট কোনো শূন্য মাঠে,
অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমি।
আকাশটাতে নীল নেই,
মৃত ডালে সবুজ নেই।
ধর যদি এমন হয়
ঘুম ভেঙ্গে পেয়ে গেলে,
সাজানো ঘরগুলো খুব নীরব আর খালি।
গোছানো সেই স্বপ্নরা নেই,
দেয়ালে ঝোলানো হাসি মুখ ... আর নেই।
এতো নেই এর ভিড়ে আমায়, পড়বে মনে?
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে?
খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায়,
নাকি বলবে নেই সময় ফিরে তাকাবার?
অদ্ভুতুড়ে ভালবাসার এটাই সরল সমীকরণ,
আসবে জানি আসবে তুমি থাকবো না আমি তখন ।
চাইবে ভালবাসতে বেশি
খুঁজবে সারাটাক্ষণ
নিয়ম ধরে হয়ত ফিরে আসব আমি।
এতো নেই এর ভিড়ে আমায় পড়বে মনে?
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে?
এরই মাঝে হয় না যেন ভালবাসার ছন্দপতন।
][ সমাপ্ত ][
[ পোস্ট কপি করে যেকোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার করা থেকে বিরত থাকুন ]
#MyLyricsWiki.Com
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।