Cheyechi Tomay ( চেয়েছি তোমায় ) Bangla Lyrics - Shawon Gaanwala | Bengali Song 2017
CHEYECHI TOMAY BY SHAWON GAANWALA MP3 SONG LYRICS IN BANGLA :
চেয়েছি তোমায় ( শাওন গানওয়ালা ) লিরিক্স |
SONG CREDITS :
Song : Cheyechi Tomay
Singer : Shawon Gaanwala
Lyric : Sirajum Munir
Tune : Sajid Sarkar
Music : Sajid Sarkar
Drama : Cheyechi Tomay
Label : Cd Choice
[ CHEYECHI TOMAY FULL OFFICIAL MUSIC VIDEO ]
][ CHEYECHI TOMAY FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
সকাল হবার সময় তুমি
সঙ্গে থেকো আমার ,
রোদের সাথে হাত মিলিয়ে,
জাগিয়ে দিও মায়ায় ।
তোমার হাসি আমার জন্যে
হয় যদি উপহার ,
আর কিছুক্ষন কাটিয়ে দেবো
ভেজা চুলের ছায়ায় ।
লুকোচুরি জীবনের খেলায়
আমি শুধু চেয়েছি তোমায়
দুপুর বেলার নরম রোদেও
শুধু চেয়েছি তোমায় । - [ ২ বার ]
শুধু চেয়েছি তোমায় । - [ ২ বার ]
বিকেল হলেও কুসুম সূর্য
তোমার দীঘল চুলে,
লালচে রঙের আভায় মিশে
প্রেমের গল্প বলে ।
সন্ধ্যে নামে আকাশ জুড়ে
তবু খুব আলেয়ায়,
নীরব চোখের পাতা যখন
সিক্ত মনের ছোঁয়ায়।
লুকোচুরি জীবনের খেলায়,
আমি শুধু চেয়েছি তোমায়।
দুপুর বেলার, নরম রোদেও,
শুধু চেয়েছি তোমায় । - [ ২ বার ]
তোমার আঙুল, আমার চুলে
হচ্ছে যে পারাপার।
কাটছে বিলি নিরিবিলি ,
ভাবনা নেই হারাবার ।
ও একটু ঝুকে আমার বুকে ,
রাখছো তোমার হাসি ,
অবাক চোখের অশ্রু সুখের
যাচ্ছে ছুঁয়ে আমায় ।
লুকোচুরি জীবনের খেলায়,
আমি শুধু চেয়েছি তোমায়।
দুপুর বেলার নরম রোদেও,
শুধু চেয়েছি তোমায় । - [ ২ বার ]
][ সমাপ্ত ][
[ পোস্ট কপি করে যেকোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার করা থেকে বিরত থাকুন ]
#MyLyricsWiki.Com
বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।