Cheyechi Tomay ( চেয়েছি তোমায় ) Bangla Lyrics - Shawon Gaanwala | Bengali Song 2017

CHEYECHI TOMAY BY SHAWON GAANWALA MP3 SONG LYRICS IN BANGLA : 

cheyechi_tomay_lyrics_shawon_ganwala
চেয়েছি তোমায় ( শাওন গানওয়ালা ) লিরিক্স 
CHEYECHI TOMAY LYRICS BY SHAWON GAANWALA : Presenting '' Cheyechi Tomay '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is sung By Shawon Gaanwala and Lyrics planned By Sirajum Munir and Music Composed By Sajid Sarkar.This is the title track of the Drama CHEYECHI TOMAY Featuring Apurba and Tasnuva Tisha.





SONG CREDITS :

Song : Cheyechi Tomay
Singer : Shawon Gaanwala
Lyric : Sirajum Munir
Tune : Sajid Sarkar
Music : Sajid Sarkar
Drama : Cheyechi Tomay
Label : Cd Choice



[ CHEYECHI TOMAY FULL OFFICIAL MUSIC VIDEO ]


][ CHEYECHI TOMAY FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 


সকাল হবার সময় তুমি
সঙ্গে থেকো আমার ,
রোদের সাথে হাত মিলিয়ে,
জাগিয়ে দিও মায়ায় ।


তোমার হাসি আমার জন্যে
হয় যদি উপহার ,
আর কিছুক্ষন কাটিয়ে দেবো
ভেজা চুলের ছায়ায় ।


লুকোচুরি জীবনের খেলায়
আমি শুধু চেয়েছি তোমায়
দুপুর বেলার নরম রোদেও
শুধু চেয়েছি তোমায় । - [ ২ বার ]

বিকেল হলেও কুসুম সূর্য
তোমার দীঘল চুলে,
লালচে রঙের আভায় মিশে
প্রেমের গল্প বলে ।

সন্ধ্যে নামে আকাশ জুড়ে
তবু খুব আলেয়ায়, 
নীরব চোখের পাতা যখন
সিক্ত মনের ছোঁয়ায়।

লুকোচুরি জীবনের খেলায়,
আমি শুধু চেয়েছি তোমায়। 
দুপুর বেলার, নরম রোদেও, 
শুধু চেয়েছি তোমায় । - [ ২ বার ]


তোমার আঙুল, আমার চুলে 
হচ্ছে যে পারাপার।  
কাটছে বিলি নিরিবিলি ,
ভাবনা নেই হারাবার ।

ও একটু ঝুকে আমার বুকে ,
রাখছো তোমার হাসি ,
অবাক চোখের অশ্রু সুখের
যাচ্ছে ছুঁয়ে আমায় ।

লুকোচুরি জীবনের খেলায়,
আমি শুধু চেয়েছি তোমায়। 
দুপুর বেলার নরম রোদেও, 
শুধু চেয়েছি তোমায় । - [ ২ বার ]

][ সমাপ্ত ][

[ পোস্ট কপি করে যেকোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার করা থেকে বিরত থাকুন ] 

#MyLyricsWiki.Com


বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।

Blogger দ্বারা পরিচালিত.