Ek Shohor Bhalobasha ( এক শহর ভালবাসা ) Bangla Lyrics - Tanjib Sarowar | Bengali Song Lyrics

EK SHOHOR BHALOBASHA FULL MP3 SONG LYRICS IN BANGLA : 
ek-shohor-bhalobasha-by-tanjib-sarowar-bangla-lyrics
এক শহর ভালবাসা ( তানজিব সারোয়ার ) লিরিক্স 
EK SHOHOR BHALOBASHA LYRICS By Tanjib Sarowar : Presenting '' Ek Shohor Bhalobasha '' Bengali Song Lyrics in Bangla.This song is sung By Tanjib Sarowar and Lyrics planned By Tanjib Sarowar .













SONG CREDITS :

Song Name: Ek Shohor Bhalobasha
Vocal, Lyric & Tune: Tanjib Sarowar
Music: Sajid Sarker
Label : Gaanchill Music

[ EK SHOHOR BHALOBASHA OFFICIAL MUSIC VIDEO ] 


 

][ EK SHOHOR BHALOBASHA BENGALI SONG LYRICS IN BANGLA ][ 




তোমার এলোমেলো চুলে , আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই ,
কোন হুটতোলা রিকশায় ।
এক মুঠো প্রেম এড়িয়ে ,
আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই ,
অচেনা গলিতে ।

এক শহর ভালবাসা দিতে... চাই  ।

এই নরম বিকেলে ,
মুখোমুখি দাড়িয়ে ,
শুধু বলতে ভয়  , ভালোবাসাতে চাই ,
দ্বিধার আদরে ।

আমি খুব সাধারন ,
সাদামাটা একজন ,
মরতে পারি, বাঁচতে শিখি ,
না দ্বিধা ছাড়াই ।

তোমার সাথে , এই পথটি যেন আজ শেষ না হয়,
এমন করে , তোমার নরম হাতের ঐ ছোঁয়ায় ।
ইচ্ছে করে , জমা চায়ের কাপে বৃষ্টি নামুক ,
হোক সন্ধ্যা রাত, তবু এই সময় থেমে থাকুক ।


বুলিয়ে দাও রাঙিয়ে , ঐ মায়া যাদুহাতে ,
কি সুখ লাগে ।


এক শহর ভালবাসা দিতে... চাই  ।

এই নরম বিকেলে ,
মুখোমুখি দাড়িয়ে ,
শুধু বলতে ভয় , ভালোবাসাতে চাই ,
দ্বিধার আদরে ।


আমি খুব সাধারন ,
সাদামাটা একজন ,
মরতে পারি, বাঁচতে শিখি ,
না দ্বিধা ছাড়াই ।

ও...
তোমার এলোমেলো চুলে , আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই ,
কোন হুটতোলা রিকশায় ।
এক মুঠো প্রেম এড়িয়ে ,
আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই ,
অচেনা গলিতে ।


এক শহর ভালবাসা দিতে... চাই  ।

এই নরম বিকেলে ,
মুখোমুখি দাড়িয়ে ,
শুধু বলতে ভয় , ভালোবাসাতে চাই ,
দ্বিধার আদরে ।


আমি খুব সাধারন ,
সাদামাটা একজন ,
মরতে পারি, বাঁচতে শিখি ,
না দ্বিধা ছাড়াই ।


][ সমাপ্ত ][


বাংলা নতুন সব গানের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।
Blogger দ্বারা পরিচালিত.