Icche Gulo (ইচ্ছেগুলো) Lyrics - Kona and Akassh Sen | Bengali Song Lyrics
ICCHE GULO BY KONA & AKASSH SEN FULL MP3 SONG BANGLA LYRICS :
ICCHE GULO LYRICS BY KONA AND AKASSH : Presenting '' Icche Gulo (ইচ্ছেগুলো) '' Bengali Romantic Song Lyrics in Bangla.This song is sung by Kona and Akassh Sen while the lyrics planned by Sharif Al-Din.
SONG CREDITS :
Singer : Kona and Akassh Sen
Lyric : Sharif Al-Din
Tune : Nazir Mahamud
Music : Musfiq Litu
Album : Icche Gulo
][TOMAR ICCHE GULO BY KONA AND AKASSH LYRICS IN BANGLA ][
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ( কনা এবং আকাশ ) লিরিক্স |
SONG CREDITS :
Singer : Kona and Akassh Sen
Lyric : Sharif Al-Din
Tune : Nazir Mahamud
Music : Musfiq Litu
Album : Icche Gulo
[ TOMAR ICCHE GULO FULL AUDIO ]
][TOMAR ICCHE GULO BY KONA AND AKASSH LYRICS IN BANGLA ][
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার
ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো
লাগা , ভালোবাসা ,
তোমায়
দেবো আরো । - [ ২ বার ]
তুমি
হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি
হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার
স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে
জড়সড় ।
তোমার
ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার
ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো
লাগা , ভালোবাসা ,
তোমায়
দেবো আরো ।
তোমার
আবেগ মাখা খামখেয়ালী
আঁটছে
আমার পিছু ,
আমার আসা
যাওয়ার পথের বাঁকে
পাইনি
অন্য কিছু । - [ ২ বার ]
তুমি
হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি
হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার
স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে
জড়সড় ।
তোমার
ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার
ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো
লাগা , ভালোবাসা ,
তোমায়
দেবো আরো ।
আমার হৃদয়
যেন বানভাসি হয়
তোমার
স্রোতের টাণে
আমি তোমার
কাছে যাবোই যাবো
একলা
থাকার দিনে । - [ ২ বার ]
তুমি
হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি
হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার
স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে
জড়সড় ।
তোমার
ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার
ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো
লাগা , ভালোবাসা ,
তোমায়
দেবো আরো ।
][ সমাপ্ত
][
এই গানের লিরিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে ফেসবুক এ যুক্ত থাকুন । আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে ।