Tumi Din Tumi Raat ( তুমি দিন তুমি রাত ) Lyrics - Sandhi and Nandita | Valobashar Khunshuti

TUMI DIN TUMI RAAT BY Sandhi and Nandita BANGLA LYRICS : 
Tumi-Din-Tumi-Raat-Lyrics
তুমি দিন তুমি রাত ( ভালবাসার খুনসুটি ) লিরিক্স 

TUMI DIN TUMI RAAT LYRICS FROM Valobasar Khunshuti : Presenting '' TUMI DIN TUMI RAAT '' Bangla Song Lyrics in Bangla.This song Has Been Sung By Sandhi and Nandita and Lyrics planned By Riad Talukder.








SONG CREDITS [ Tumi Din Tumi Rat ] :

Singer : Sandhi and Nandita
Music : Riad Talukder
Lyrics : Riad Talukder
Drama : Riad Talukder

[ TUMI DIN TUMI RAAT FULL OFFICIAL MUSIC VIDEO ] 

 
][ TUMI DIN TUMI RAAT BANGLA SONG LYRICS IN BANGLA ][ 


তুমি দিন তুমি রাত  ,
তুমি যে প্রভাত ।
তুমি মন নিলে কখন ,
বাড়িয়ে দিয়ে হাত । - [ ২ বার ]

তুমি ঘুম , জাগরণ , আমাতে মিশে থাকার ,
আকাশের সীমানায় তোমারই ছবি আঁকা ।

তুমি যদি বলো , আমি সাগর এনে দেবো ,
ঢেউয়ে ঢেউয়ে তোমাতে
আমি মিশে যাবো ।

রাতের জোছনা শেষে , আমি ঘুম এনে দেবো
লক্ষকোটি তারাতে গল্প বুনে যাবো ।
তুমি মন , আবরণ ,
তোমাতে ভালোবাসা ।
তোমারই ছোঁয়াতে ঘুম ঘুম জেগে থাকা ।


তুমি দিন তুমি রাত  ,
তুমি যে প্রভাত ।
তুমি মন নিলে কখন ,
বাড়িয়ে দিয়ে হাত । - [ ২ বার ]

তুমি ঘুম , জাগরণ , আমাতে মিশে থাকার ,
আকাশের সীমানায় তোমারই ছবি আঁকা ।

তোমারই ছবি আঁকা । - [ ২ বার ]

][ সমাপ্ত ][



:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 


আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.