Amar Mathay Joto Chul ( আমার মাথায় যত চুল ) Bangla Lyrics - Fazlur Rahman Babu | Meyeti Ekhon Kothay Jabe ( 2017 )

AMAR MATHAY JOTO CHUL FULL MP3 SONG LYRICS : 
amar-mathay-joto-chul-bangla-lyrics-from-meyeti-ekhon-kothay-jabe
আমার মাথায় যত চুল ( ফাজলুর রহমান বাবু ) লিরিক্স 
AMAR MATHAY JOTO CHUL LYRICS FROM Meyeti Ekhon Kothay Jabe : Presenting sad song of movie "Meyeti Ekhon Kothay Jabe" titled "Amar Mathay Joto Chul" Song Lyrics in voice of Fazlur Rahman Babu.The movie is directed by Nader Chowdhury





SONG CREDITS [ Amar Mathay Joto Chul ] :
Singer : Fazlur Rahman Babu
Lyricist : Gazi Mazharul Anwar
Composer : Emon Saha
                  
                   ][ Amar Mathay Joto Chul ( Fazlur Rahman Babu) FULL BANGLA SONG LYRICS IN BANGLA ][ 




বিধি রে... বিধি... ও বিধি... ও... ও বিধি।

আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল। (২ বার)
সামনে নদী...
সামনে নদী ডাইনে বাঁয়ে
দুই পাশে দুই কুল। (২ বার)
আমি কোন কুলেতে পাড়ি দেব
কোনটা আমার কুল?

আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল।


ধর্মটারে বর্ম করে
কেন পাঠাইলি?
বুক পোড়ানো  আগুন দিয়া
মন কেন রে তুই দিলি? (২ বার)
কোনটা মিথ্যা কোনটা সত্য,
কোনটা রে তোর আসল তত্ব?
বলে দে না মূল।
আমি কোন কুলেতে পাড়ি দেব
কোনটা আমার কুল?

আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল।


নিজের ঘরে বেঘর হয়ে
হারাইলাম রে ঘর।
কাঠের দরজায় লোহার খিলি
আপন করলো আমায় পর। (২ বার)
জন্ম হইল আজন্ম পাপ
বিনা দোষে পাইলাম না মাপ কান্দিয়া ব্যাকুল।
আমি কোন কুলেতে পাড়ি দেব
কোনটা আমার কুল?

আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল।

বিধি রে... বিধি... ও বিধি... ও... ও বিধি।


][ সমাপ্ত ][ 


:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US :::::: 

আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।



Blogger দ্বারা পরিচালিত.