Sudhu Tor Jonno ( শুধু তোর জন্য ) Lyrics - Nancy
Sudhu Tor Jonno ( শুধু তোর জন্য ) Lyrics - Nancy :
SHUDHU TOR JONNO LYRICS BY NANCY : Presenting '' Shudhu Tor Jonno'' Bangla Song Lyrics in Bangla.This song has been sung by Nancy and Composed By Mushfiq Litu.Shudhu Tor Jonno Lyrics Planned By Ahmed Risvy.
SONG CREDITS [ SHUDHU TOR JONNO ] :
Song: Sudhu Tor Jonno
Singer: Nancy
Lyrics: Ahmed Risvy
Tune: Nazir Mahmud
Music: Mushfiq Litu
Label: Soundtek
SHUDHU TOR JONNO BANGLA SONG BY NANCY LYRICS IN BANGLA :
শুধু তোর জন্য লিরিক্স |
SONG CREDITS [ SHUDHU TOR JONNO ] :
Song: Sudhu Tor Jonno
Singer: Nancy
Lyrics: Ahmed Risvy
Tune: Nazir Mahmud
Music: Mushfiq Litu
Label: Soundtek
SHUDHU TOR JONNO BANGLA SONG BY NANCY LYRICS IN BANGLA :
শুধু তোর
জন্যে মনের আকাশে
স্বপ্নেরা
জাল বোনে ,
শুধু তোর
জন্যে একলা দুপুরে
চেয়ে
থাকি পথপানে ।
শুধু তোর
জন্যে সকাল আসে
পাখিদের
কলতানে ,
শুধু তোর
জন্যে ভালবাসা আজ
বেঁচে
আছে প্রানে প্রানে ।
''''শুধু তোর জন্যে
শুধু তোর
জন্যে
শুধু তোর
জন্যে
শুধু তোর
জন্যে ''' '
শুধু তোর
জন্যে শহর ঘুমায়
জেগে
থাকি আমি একা
শুধু তোর
জন্যে দিনে দিনে
আমি
হচ্ছি বড় যে বোকা ।
শুধু তোর
জন্যে লাল সবুজের
পতাকাটা
ভালোবাসি ,
শুধু তোর
জন্যে শত বেদনাতে
ঠোঁটে
লেগে থাকে হাসি ।
''''শুধু তোর জন্যে
শুধু তোর
জন্যে
শুধু তোর
জন্যে
শুধু তোর
জন্যে ''' '
শুধু তোর
জন্যে রাতের আধারে
জ্বলে
ওঠে সুখতারা
শুধু তোর
জন্যে কবি নজরুল
লিখেছে
কবিতা ছড়া ।
শুধু তোর
জন্যে মরুভূমিতেই
নামে যে
অঝর বৃষ্টি ,
শুধু তোর
জন্যে এই পৃথিবীতে
তুমি আমি
প্রেম সৃষ্টি ।
''''শুধু তোর জন্যে
শুধু তোর
জন্যে
শুধু তোর
জন্যে
শুধু তোর
জন্যে ''' '
শুধু তোর
জন্যে সুখের বদলে
দুঃখ
নিয়েছি মেনে ,
শুধু তোর
জন্যে কাটায় প্রহর
দিন মাস
গুনে গুনে ।
শুধু তোর
জন্যে ফাগুন আসে
ফুল ফোটে
বনে বনে ,
শুধু তোর
জন্যে রাখাল বাঁশিতে
সুর তোলে
আনমনে ।
''''শুধু তোর জন্যে
শুধু তোর
জন্যে
তোর জন্যে
তোর জন্যে ''' '
][ সমাপ্ত ][
:::::::: LIKE OUR FACEBOOK PAGE TO INSPIRE US ::::::
আমাদের ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন। আপনার একটি লাইক আমাদেরকে আরো ভালো কিছু করার অনুপ্রেরনা যোগাবে।