Mon Bhalo Nei (মন ভালো নেই ) Lyrics | Anupom Roy | Shaheb Bibi Golaam 2016
Mon Bhalo Nei (মন ভালো নেই ) Lyrics | Anupom Roy | Shaheb Bibi Golaam 2016
Mon Valo Nei By Anupom Roy Lyrics |
MON VALO NEI BY ANUPOM ROY LYRICS
Music and Lyrics by: #AnupamRoyArranged and Programmed by: Nabarun Bose
Guitar: Rishabh Roy
Drums: Sandipan Parial
][MON VALO NEI FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][
কোথায় ছিলে, সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল ।
বৃষ্টি নেমেছিল , সেই সকালে ,
তোমার জানলা , সব অচল । ( ২ বার )
আর একটা রোদের দিন , চাইতে পারি না ,
লজ্জা রাঙা থাক , রুমাল
তবু ... সে
আর এক দু ফোঁটা নিল
পোস্ট অফিসের নাম ,
ভুল লিখেছি ভুল
করে যেন যে ....।
তাই ভাল নেই ভাল নেই
মন ভাল নেই ভাল নেই ( ২
বার )
যেন ঘষা কাচে ঘষে গেছে
চোখ ,
খবর আসে বার মাসে ,
তের বারে ছোঁয়া জায় ,
বেঁচে উঠে , সেই সকালে ,
গাছের পাতা বরশা পায় ।
আর একটা রোদের দিন , চাইতে পারি না ,
লজ্জা রাঙা থাক , রুমাল
তবু ... সে
আর এক দু ফোঁটা নিল
পোস্ট অফিসের নাম ,
ভুল করেছি ভুল
করে যেন যে ...
তাই ভাল নেই ভাল নেই
মন ভাল নেই ভাল নেই ( ২
বার )
যেন ঘষা কাচে ঘষে গেছে
চোখ
][ সমাপ্ত ][