Mon Bhalo Nei (মন ভালো নেই ) Lyrics | Anupom Roy | Shaheb Bibi Golaam 2016

Mon Bhalo Nei (মন ভালো নেই ) Lyrics | Anupom Roy | Shaheb Bibi Golaam 2016


Mon Valo Nei By Anupom Roy Lyrics

Presenting the romantic Mon Bhalo Nei(মন ভালো নেই ) Audio Song Lyrics from #ShahebBibiGolaam - an upcoming Bengali film directed by Pratim D. Gupta and starring Anjan Dutt, Swastika Mukherjee, Ritwick Chakraborty, Parno Mittra, Vikram Chatterjee in lead roles. 





MON VALO NEI BY ANUPOM ROY LYRICS 

Music and Lyrics by: #AnupamRoy
Arranged and Programmed by: Nabarun Bose
Guitar: Rishabh Roy
Drums: Sandipan Parial


][MON VALO NEI FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ 



কোথায় ছিলে, সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল ।
বৃষ্টি নেমেছিল , সেই সকালে ,
তোমার জানলা , সব অচল । ( ২ বার )




আর একটা রোদের দিন , চাইতে পারি না ,
লজ্জা রাঙা থাক , রুমাল
তবু ... সে



আর এক দু ফোঁটা নিল
পোস্ট অফিসের নাম ,

ভুল লিখেছি ভুল
করে যেন যে ....।
তাই ভাল নেই ভাল নেই
মন ভাল নেই ভাল নেই ( ২ বার )

যেন ঘষা কাচে ঘষে গেছে চোখ ,

খবর আসে বার মাসে ,
তের বারে ছোঁয়া জায় ,
বেঁচে উঠে , সেই সকালে ,
গাছের পাতা বরশা পায় ।


আর একটা রোদের দিন , চাইতে পারি না ,
লজ্জা রাঙা থাক , রুমাল


তবু ... সে

আর এক দু ফোঁটা নিল
পোস্ট অফিসের নাম ,
ভুল করেছি ভুল
করে যেন যে ...


তাই ভাল নেই ভাল নেই
মন ভাল নেই ভাল নেই ( ২ বার )

যেন ঘষা কাচে ঘষে গেছে চোখ

][ সমাপ্ত ][ 




                    
Blogger দ্বারা পরিচালিত.