DADDY (Kelor Kirti ) - BANGLA LYRICS | Ankush , Koushani
DADDY (Kelor Kirti ) - BANGLA LYRICS | Ankush , Koushani
Daddy Bangla Song Lyrics |
Presenting ''Daddy Bangla Song Lyrics'' From The Movie KELOR Kirti.This Song Is Sung By Prasenjit Mallik and Bisswajit Dev. Dady Bangla Song Composed By DEV SEn
Singers: Prasenjit Mallick & Biswajeeta Deb
Music: Dev Sen
Lyrics: Dev Sen & Prasenjit Mallick
Starring: Ankush Hazra & Koushani Mukherjee.
Music Label: Shree Venkatesh Films
Daddy Bangla Song Lyrics
জানিনা কোন পাড়ায় সারা দে ইসারায়
,
প্রেমের আজ এ বি সি ডি পড়ে শোনাবো
।
করবো এন্ট্রি আমি গ্যারান্টি ,
তোকে কমেন্ত্রি করে শোনাবো ।
ডাডি কে তোর আমি শ্বশুর বানাব ।।
ফিক্সড ডিপোজিট এ করচি তোকে ফীল ,
কর রাজি তুই ডাডীকে বারচে মনের
বিল ।
দে এতেন্সিওন, নিস না টেনশন ,
লাভ তোকে মেনসিওন করে শোনাবো ।
করসে সারাক্ষণ দুষ্টামি এই মন ,
শুনবনা আমি আজ কারো কথা বায়না
আমার শোন ,
হায় ... করসে সারাক্ষণ দুষ্টামি
এই মন ,
শুনবনা আমি আজ কারো কথা বায়না
আমার শোন ,
ডাডি কে তোর আমি শ্বশুর বানাব ।।